মৃত্যু তোমার মনের ঘরে
ঘাপটি মেরে কাটায় কাল,
নিঃশ্বাসে সে চলছে ভেসে
প্রাণ বায়ুতে উড়ায় পাল।


এখন আছে প্রাণের বায়ু
দেখবে হঠাৎ প্রাণে নাই,
যার হাতে এই প্রাণের মরণ
খুঁজলে কী আর তাকে পাই!


আজ নহে কাল করবে বলে
আর রেখো না ফেলে কাজ,
কেউ জানে না কখন কাহার
পড়বে মাথায় মরণ বাজ।


পূজারি তার পূজার অর্ঘ্য
যার চরণে দেয় সে রোজ,
দেবতা না অশুর কী সে
একদিনও সে নেয় কী খোঁজ?


তাই তো বলি আজ নহে কাল
যেতেই হবে মাটির তল,
মিথ্যা মায়ার এই দুনিয়ায়
মায়ার খেলা শুধুই ছল।