স্বাধীনতা
টি এইচ বিল্লাল
--------------------------
স্বাধীনতা,
তুমি জান এত নিষ্ঠুরতা
তোমাকে অানতে গিয়ে  লক্ষ মানুষ
হারালো তাদের প্রাণ
তবু তোমাকে নিয়ে বেধেছে মানুষ
স্বাধীনতার গান,
তোমায় ভালবেসে জরিয়েছে রক্ত
করেছে স্বাধীন,এনেছে তোমায়
বাংলার মানুষ কে করেছে মুক্ত।


তুমি দেখনি,স্বাধীনতা
সেই ভয়াল রাতের ভয়াবহতা
যে দিন অাকাশে বাতাশে
একাকার মিলেমিশে
চারিদিকে লাশের গন্ধ
তুমি শুননি সেই দিন
অাতংক্কিত মানুষের কাঁন্নার শব্দ,
ইতিহাসে জমানো সেই দিন কাল
সব মানুষের কষ্ট
স্বাধীনতা,তুমি ছিলে বাঙালীর অবশিষ্ট।


স্বাধীনতা
তুমি দেখনি সেই রাতের সেই ভর্বরতা
অবলা, সবলা,কিশোরীর অার্তনাদে
গগন যেন চৌচির,মৃত্তিকাও কেঁদেছে
যে দিন পাষন্ড পশুরা
মা-এর বস্র হরণ করেছে,
তুমি ছিলে সে দিন নীরব নীথর
দেখে ছিলে সব তামাশা
হায়নারা খেয়েছে মাংস বোনের
রক্ত খেয়ে মিটিয়েছে,পানির পিপাসা
স্বাধীনতা,তুমি কি চেয়েছিলে তাই
লক্ষ গৃহ জ্বালানোর,ছোট্ট এক দিয়াশলাই।