অাজ মা-নেই,অাজ বাবা নেই
তাই যেন মনে হয় পৃথীবিতে
অামার যেন কেউ কিছু নেই
অাজ মা-নেই,অাজ বাবা নেই।



বাবা নেই পৃথীতে দশটি বছর
পুরুনো যাচ্ছে হয়ে মায়ের কবর
চোখের জল,করে টলোমল
মা-বাবার কথা মনে পরতে-ই
অাজ মা-নেই,অাজ বাবা নেই।


জানি অার পাব না বাবার শাসন
ওখানে যাসনে খোঁকা মায়ের বারণ
বুক ফেটে কাঁন্নার ডেউ বয়ে যায়
মা-বাবার কথা শুধু ভাবতে-ই
অাজ মা- নেই,অাজ বাবা নেই।


অাদরের কিনারায় মা-নামিয়ে
বাবার মত সেও গেল হারিয়ে
সুখের পথে তাদের হয়নি হাঠানো
চলে গেল মা-বাবা সুখ অাসতেই
অাজ মা-নেই,অাজ বাবা নেই।