দুখের দাগ টানিয়াছে মোর,যে জন অন্তরে
অামি নিয়াছি মানিয়া দিয়াছি তাকে ক্ষমা করে
কি লাভ পাওনার খাতায় জমা করিয়া ক্রোধ
অামি অামার মত,তার মত নই নেব প্রতিশোধ
হায়! জগতের সব সুখ সে যেন পায়
যে গিয়াছে ছাড়িয়া মোরে,সুখের অাশায়
হাসাইয়া যে কাঁদাইয়াছে মোরে
প্রভু সদায় তুমি হাসিতে রেখ তারে।


অন্ন্যের অাঘাতে চূর্ন  হৃদয়,না হয় যেন তার
হাসিয়া,হাসিয়া হৃদয় ভাঙ্গিয়া করেছে যে চুরমার
অামি ভাল ভাসিয়াছি তারে সব করিয়া উজার
তার তরে দিয়েছি অামি সব খুলিয়া দ্বার
হায়! যত ব্যাঁথা মোরে যেন খায়
সে যেন ব্যাঁথার পরশ নাহি পায়



তিমির নিবাসে যার জেলেছি অালো
সে হায় মোরে ভাসিনি ভাল
করেছে সদাই মোরে অবহেলা
খেলিয়া নিদারুন প্রণয়ের খেলা
যার সাথে তার হয়েছে পরিণয়
সবিনয় কামনা সে যেন সুখী রয়
অর্জিত নিজের সুখ করিয়া তারে দান
সব জানিয়া করিয়াছি এক পেয়ালা বিষ প্রাণ।