বঙ্গবন্ধু,
তুমি ছিলে বাঙালির স্বপ্ন সিন্ধু
অাজ নেই তুমি, খুঁজে পায় না জাতি
কোথাও বেঁচে থাকার মুত্তি
বেঁচে অাছে,না বাঁচার মত কিন্তুু
বঙ্গবন্ধু,তুমি ছিলে বাঙালির শান্তির সিন্ধু।


রাজনীতি অাজ বিগ্রে গেছে
মানুষের মাঝে দেখি পশুত্যের স্বভাব
তুমি ছিলে শেষ্ঠ নেতা,মহা মানব
তোমার নীতি, অাদর্শ,অাজ বড়ই অভাব
অাজ হয়ে গেছে সবাই হিংস্র মানব জন্তুু
বঙ্গবন্ধু,তুমি ছিলে সব বাঙালির স্বপ্ন সিন্ধু।


যখনি শুনি তোমার দেওয়া সেই,মুক্তির ভাষন
টগবগে,রক্তে অাগুন লাগে,বাজে শিহরণ
রক্তের বিনিময়ে সুখের যে বীজ
করেছিলে স্বদেশে রোপন,
তোমার সে স্বপ্ন হয়নি অাজো বাস্তবায়ন
বাঙালি অাজ মৃত জাতি,চেতনা নেই এক বিন্দু
বঙ্গবন্ধু,তুমি ছিলে বাঙালির অনুপেরনার সিন্ধু।