শুন্য গৃহে অামি অাশায় জ্বালাই বাতি
এ জনমে তুমি নাই-বা হলে অামার
পর জনমে হইও অামার সাথী
এ ধরায় বাঁচিয়াছি তুমি হীনা
বাজিয়েছি সাত সুরে মরণ বীণা
ভাসিয়াছি নিজেই নিরবধী
পরজনমে হইও গো তুমি অামার সাথী।



মনের মন্দিরে পূজা দিয়েছি শত
এ ধরায় যত ব্যাথা দিয়েছ অামায়
পরপাড়ে সব মুছে দিও ক্ষত
ভবের এ স্বংসারে,সব কিছু নিলাম করে
তোমার গৃহে সুখের জেলেছি সব বাতি
এ জনমে তুমি অামার নাই-বা হলে
পরজনমে হইও অামার সাথী।



যতন করিয়া নীর ঘরিয়াছি ভবে
সে নীরে তুমি এসে নাই বা রইলে
পরজনমে বলো রইবে
খুঁজিয়াছি তোমায় অামি ধরিত্রী সমগ্রহ
না পাইয়া পুড়াইয়াছি অামার এই বিগ্রহ
রাইখাছি শুন্য অামার মনের বসতি
এ জনমে তোমায় হল না পাওয়া
পরজনমে হইও তুমি সাথী।