যদি সাত সমুদ্র তের নদী,পারি দিয়ে অাসি
যদি সহস্র বাধা পেরিয়ে,থাকি পাশা পাশি
তবেই কি ভাসবে ভাল,যেমন ভেসেছিলে অাগে
তুমি কি দেবে সারা হৃদয় যদি ডাকে
বলবে কি অার অাগের মত,তোমায় ভালবাসি
যদি সাত সমুদ্র তের নদী পারি দিয়ে অাসি।


যদি তোমার জন্য,অসাধ্য কে করি অামি সাধ্য
যদি ভালবাসতে অামায়,তোমায় করি বাধ্য
তবে-ই কি অামায় ভাসবে ভাল,ঠিক অাগেরি মত
উরিয়ে দিয়ে তোমার মনের দুঃখ,ব্যাথা যত
চোখে চোখ রেখে করবে কি হাসা হাসি
যদি সাত সমুদ্র তের নদী পারি দিয়ে অাসি।


যদি তোমার জন্য,জ্বলের পদ্ম ছিনিয়ে অানি
তোমার দেওয়া সব শর্ত,নিঃশর্তে মানি
তবে-ই কি তুমি ভাসবে ভাল,অামায় নতুন করে
যা হয়েছে সব,ভুল,ত্রুটি ক্ষমা করে
অাগের মত থাকবে কি পাশা পাশি
যদি সাত সমুদ্র তের নদী,পারি দিয়ে অাসি।