তোমাকে হারিয়ে অামি পেয়েছি যাহা
তোমাকে পেলে কাছে,কখনো অামার
পাওয়া হত না তাহা,
ভাবচ্ছ কি পেয়েছি
একাকীত্ব, নীরবতা,বেচে থাকার উপায়
অাসলে জীবনের দুঃখ গুলো
কখনো কখনো শিক্ষা দিয়ে যায়
অামাকে ও দিয়েছে
শত অাঘাতের ক্ষত হৃদয় নিয়ে
নীরব থাকার শান্তনা যুগিয়েছে।


অামি ত্যাগে যা পেয়েছি,ভোগে তা নেই
তাই সত্য,ভোগে নয়,পরম সুখ ত্যাগেই
তোমাকে পাইনি বলে কাছে
ভেব না, বলছি অামি মিছে
যদি ঘর হত,কিংবা স্বংসার হত
তোমার অামার সাথে
জগরা,বিবাদ,মান,অভিমান
সেথায় থাকতো সবি তাতে
পরিষেশে এমন হতো,ভুলে গেছ বা ভুলে গেছি
এতদিন ভালবেসে পেয়েছি যাহা
অামি এক্ষন স্বাধীন ভয় মুক্ত
শুরুতেই হারিয়ে তাহা।


তোমাকে হারিয়ে বুঝেছি অামি
পাওয়ার চেয়ে, না, পাওয়া অান্দের
কখনো কাঁদায়,কখনো মিট মিটিয়ে হাসায়
রেখে অাসা স্মৃতিরা পেছনের
তোমাকে পাইনি বলে নয়,হারিয়েছি বলে
জেনেছি কিসের প্রয়োজন,সুখী হতে গেলে
ভাল থেক,সুখে থেক,ভুলে থেক,জীবনে ঘঠেছে যাহা
অাজ যা পেয়েছ,অামাকে ভুলে
অামার হলে পেতে না,তাহা।