দীর্ঘ নয়-টি বছর
যে জন ছাড়িয়া মোরে করিয়াছে পর
তার জন্য এত মায়া,জাগিয়া কেন উঠে
পুষ্প হইয়া অন্যের বাগানে,যে জন ফুঠে
দীর্ঘ নয়-টি বছর
যে জন ছারিয়া মোরে বাধিয়াছে ঘর
তার স্মৃতিরা মোরে,অভিরাম কাঁদায়
এত ব্যাঁথা,হায়! এত ব্যাঁথা
অামি রাখিব কোথায়।


যার জন্যে হৃদয়,পুড়িয়া অঙ্গার
সে-তো হায়! সুখেই অাছে,বাধিয়া স্বংসার
হাসিয়া,কাঁদিয়া, স্বংসারের মায়ায়
নয়-টি বছর সে,ভুলে রয়েছে অামায়
লোঁচনের দু-টি পাতা,পায়নি মিলন
তার জন্য নিদ্রা মোর,হয়েছে বিসর্জন।
দীর্ঘ নয়-টি বছর
বিরহের অাগুনে পুড়াইয়া অন্তর
অামাকে ভুলে সে বাদিয়াছে ঘর।


অমাবশ্যা" হায়! অমাবশ্যা
জীবনের সূর্য অাজ অস্তমিত
অামার কাছে সে তেমনি অাছে
তার জীবনে নেই, অামার অস্তিত্ব
কাঁদিয়া,কাঁদিয়া হৃদয়,কুকড়িয়া উঠে
সেই তো হায়! এখনো তো
অন্যের বাগানে গোলাপ হইয়া ফুঠে
দীর্ঘ নয়-টি বছর
এভাবেই মোরে সে করিয়াছে পর
বুজেনি সে কত শূন্যতায় কেটেছে
অামার এই নয়-টি বছর।