একা একা বেচে অাছি
তোমার দেওয়া নিয়ে বেদনা,
কত টা সুখী তুমি,কাঁদিয়ে অামায়
বলে যাও একবার হৃদয় হীনা,
অামার ইচ্ছে করে,দেই ধংস্ব করে
তোমার সাজানো সুখের জীবন
যেন কাঁদতে,পার কিছুটা বুজতে পার
কি যে কষ্ট লাগে,
যদি কারো ভেংগে যায় সুখের স্বপন।


স্মৃতির চাঁদর জরিয়ে গায়ে
করি তোমার অারাধনা,
অামার কষ্ট দেখে,কেন তুমি হেসে
বাড়াও মনের বেদনা,,
অামার ইচ্ছে করে,দেই ধংস্ব করে
তোমার গড়া সুখের প্রাচীর,
যেন বুঝতে পার,অনুতাপে পুড়তে পার
কি যে ব্যাথা,কারো বুক করা চৌচির।


অামি স্বপ্ন ভাঙ্গার কষ্ট নিয়ে
দুঃখের সাথে কাটাই প্রহর
তোমায় ভালবেসে অামি
স্বপ্নের পৃথীবি করেছি ধূসর
অামার ইচ্ছে করে,দেই ধংস্ব করে
তোমার সাজানো সুখের সংস্বার
যেন বুজতে পার,কত টা কষ্ট লাগে
সুখের ভাঙ্গা ঘর অন্যজনার।