অাজ দেখি মানুষের, কানা কড়ি দাম নেই
ছোটদের কাছে যেন,বড়দের ও মান নেই
সব কিছু এলোমেল,
কেন জানি হয়ে গেল
ছেলে মেয়ে অাজকাল চেনার ও উপায় নেই।



সতীনের চুলা চুলি মনে হয় কমাতে
ছোট খাট চুল রাখে,মেয়েরা মাথাতে
সব কিছু এলোমেল,মনে হয় গেল
চুলা চুলি থেমে গেছে,গুলা গুলি বাড়াতে



পিতা মাতা,অফিসে যায় সকালে
ছেলে মেয়ে বড় হয় বুয়ার কোলে
এখানে ও এলোমেল,মনে হয় দেখা দিল
বড় হয়ে মা-বাবা,ডাকে না ছেলে।


গোপনে সবাই মজা,করছে ত বেশ
ভাল নেই অাজ দেখি,পার্কের পরিবেশ
যুব সমাজ ধংস্বাল,সব কিছু এলোমেল
যুবতীরাও অকালে,হয়ে যায় শেষ।



চোর,পুলিশ টেবিলে,বসে খেলে জুয়া
ডাকাতেরা  রাতে ডাকে,হক্কা হুয়া
সাধারণ জনগন,অাছে বড় বিপাকে
প্রশাসন তবু যেন,দুধের ধোয়া।



গ্রামের পঞ্চায়,টাকা ছড়ালে
নিদুষী কে দুষী করে,ক্ষমতার বলে
সব কিছু এলোমেল,সুবিচার মরে গেল
মাতাব্বরা থাকে অাজ,বৃত্তবানের বগলে।


ঘুশ ছাড়া টেবিলের,ফাইল লড়ে না
দাড়োয়ান ও টিপস ছাড়া,গেইড খুলে না
অফিসে,কলেজে,একি হাল অবস্থা
প্রতিকার নেই কোন,নেই সু ব্যাবস্থা।