এই মেয়ে তোমার কি কেউ অাছে
যে ঘুরে অামার মত তোমার পিছে
মেয়ে বলে,এ কেমন কথা
মানুষ কেন ঘুরবে মানুষের পিছে অযাথা
ছেলে বলে,হায় বালিকা,তর নেই অাক্কেল জ্ঞ্যান
তুই জানিস না,ছেলেরা মেয়েদের পিছে ঘুরে ক্যান
ভালবাসারে ভালবাসা,
যে ভালবাসা উদাসী বানিয়ে ঘর ছাড়ায়
যে ভালবাসা,দেহে মনে অাগুন জ্বালায়
মেয়ে বলে তাহলে তাকে রাখব দূরে
সকাল সন্ধা জারু মেরে
মারব জারু তাকেও অামি
যে অামার পিছে ঘুরে।


ছেলে অারেক টা ফন্দি করে,এই শুন না বলছি তরে
ভালবাসি বলেছে কেউ,তর ঐ নাক টি দরে
মেয়ে বলে,
অামার ঐ চাচাতো ভাই এসব কথা রোজ বলে
নাক,গাল সবি ধরে,যখন তখন একলা পেলে
অার ঐ,ফুফাত ভাই,খালাত ভাই
অাইলেই অামার ধরে ঠোট
যাইবার সময় দিয়া যায়,ইয়া বড় চিরকুট
পাশের বাড়ীর ঐ ছেলেটা,রাস্তায় সেদিন একা পেয়ে
ভালবাসি বলে ছিল, হাতে একটা গোলাপ দিয়ে
অাচ্ছা বলতো তুই অামায়
সবাই বলে ভালবাসি,কি অাছে ভালবাসায়


ছেলে বলে,
সব ভালবাসা এক নয়
সবার মত ভালবাসা ও ভিন্ন হয়
কেউ ভালবাসার ছলনায়,বিছানায় শুয়াতে চায়
কেউ ইচ্ছে করেই বিছানায় শুতে যায়
কেউ নেয় প্রতিশোধ,
ছলে,বলে,কৌশলে
কারণ কি জানিস,
পুরুনো প্রেমিকা তাকে ছেড়ে গেছে বলে
কেউ অাবার সংখ্যা বাড়ায়,প্রেমিক কিংবা প্রেমিকার
অামি জানি না,কারণ কি এ ভালবাসার
কেউ অাবার ভালবেসে,জনম,জনম বাচঁতে চায়
দুঃখ জনক কি জানিস?
প্রকৃত ভালবাসাই,সফলতা হারায়।
এসব কথা শুনেই মেয়ে, খিল খিলিয়ে হাসলো
দূষ্ট ছেলে দূষ্টমি করে,নাকটি ধরে টানলো
বলছে মেয়ে, এই শুন না
তুই কি অামায় ভালবাসবি
জনম,জনম বাঁচার জন্য
অামার সাথে ঘর বাঁধবি।