বালিকা তোমায় কাঁদতে হবে
ভাসতে হবে চোখের জ্বলে
ভুল মানুষের কাছে তোমার
ভুল করে হৃদয় দিলে,
করবে খেলা,যাবে চলে
খেলা শেষে,একলা ফেলে
তাই বলছি বালিকা,থেক সাবধানে
ঘর ছেড় না কখনো,বালকের টানে।


ছলনার জালপাতা অাছে যেখানে
যেওনা বালিকা কখনো সেথায়
মিষ্টি মিষ্টি কথা বলে
প্রেমের সুতয় যে জন গাথায়
সেই ছেলের কাছে তুমি,কখনো যেওনা
তোমার মনের ছোট্ট দাবি,যে জন রাখে না
এমন প্রেমিক খুঁজলেই পাবে,পার্কের সব খানে
বালিকা বলছি অাবারো
ঘর ছেড় না তুমি,এমন ছেলের টানে।


মায়ার জালে বন্দী হয়ে
কেঁদ না বালিকা জীবন ভর
মিথ্যে মায়ায় যে বেধেছে তোমায়
তার সাথে বেদ না কখনো ঘর
ফুড়িয়ে গেল তার, তোমার প্রয়োজন
উড়িয়ে দিয়ে যাবে,তোমার স্বপ্ন ভুবন
চলে যাবে সে ছিল যেখানে
হুসিয়ার বালিকা,
ঘর ছেড় না,এমন প্রেমিকের টানে।