পুতিয়াছি মোর বেহেস্ত খানি,বাড়ীর ঐ পূর্ব পাশ
যেখানে ঘুমালে মানব,করেনা কেউ তালাশ
অক্ষে নিয়ে জ্বল,দিয়েছি বক্ষে তাহার মাটি
সাজিয়েছি মা-জননীর শেষ পরিপাটি
হায়!হায়!এত ব্যাথা সহিবে কি হিয়া
স্বজন হারানোর এত দাগ মুছিব কি দিয়া।


প্রথমে গিয়েছে ভাই,জগৎপ্রতির সাক্ষাতে
সেই শোকে বাবা গেল,পারিনি অাটকাতে
স্বামী,পুত্র শোকে মা-করে হায়!হায়!
ততদিন বেচেছিল যত দিন বাঁচা যায়
এইতো কয়েক দিন অাগে,সে ও গিয়াছে ছাড়ি
দড়িব কার দুই চরণ,প্রবাস হতে ফিরিয়া বাড়ী।


ঘুম পারিয়েছি জননী কে চিরদিনের মত
জনমের মত দিয়েছি বিদায়,লোকায়ে বুকে হাজারো ক্ষত
হায়! রাখিব কোথায় অামি এত ব্যাথা
অাছে কি সাধ্য অামার,সহিবার ক্ষমতা
এত চেনা মুখ মলিন নাহি হয়
অন্তরে অাঁকা ছবি নাহি যায় ক্ষয়