প্রবাসীর কান্না,কেউতো শুনে না
প্রবাসীদের ব্যাথা মনের,কেউতো দেখে না
কার কি অাসে যায়
মাস শেষে টাকা পায়
সপ্ন পাখি সে সবার কাছে,
প্রবাসীরাও ঘুমালে সপ্ন দেখে
কাল সকালে তার ডিউটি অাছে।


টেনশানে ঘুম নেই
বলবার ও মানুষ নেই
এই ভেবে কাটে রাত
খাওয়া ভাল পান্তা ভাত
সবার সঙ্গে থেকে দেশে
এই কথা ভাবে তারা
বিদেশে অাছে যারা
কিংবা অাছে দূর দেশে।


চোখের জ্বলে  ভাসে বুক প্রবাসীর
প্রিয়জনের টানে সে,হয়ে অাছে অস্তির
যখনি মা বলে  খোঁকা
অামার মাথার চুল সবি পাকছে
রোজ কবর ডাকছে
অার কি তর পাব না দেখা
অার কত থাকবি দূরে
এবার তো অায় ফিরে
লাগবে না অার অামাদের টাকা,
মা-য়ের কথা শুনে
অাসে জ্বল চোখের কোণে
তবু ও দেই মিছে শান্ত না
একটু মা সবুর কর
অার কয় টা দিন ধৈর্য ধর
অাসছি মা-গো তোমার কাছে
অার কোথাও অামি যাব না।