পূর্ন্য  হ ল অামার একশত তম কবিতা
এই কবিতার অাসরে,
যার বেশী ভাগ কবিতা-ই লেখা
তোমাকে ঘিরে,
সকাল,দুপুর,সন্ধা,প্রতিক্ষন,প্রতি দিন
অামি অাজো তোমাকে ভাবি,
কেউ জানে কি
তোমার ভাবনায় বানিয়েছে,অামাকে কবি।


সেই প্রথম কবিতা লিখে, তোমারি নামে
নাম দিয়েছিলাম,অাঁখি নামের একটি মেয়ে
পড়ের লাইনটি,সুন্দুরী ছিল সেই মেয়েটি
চঁন্দ্র তারার চাইতে ও চেয়ে,
যুদি ও তুমি সুন্দুরী নও,মায়াবতী ছিলে
তোমাকে নিয়ে সাজিয়ে লেখার
কলম-টা অামার অাজো চলে।


কত লেখা লেখি করেছি তোমায় নিয়ে
নীরবে অাট টি বছর
অার লিখতে ভাল লাগে না
অার ভাবতে ভাল লাগে না
মন চায় এবার নিজেকে দেই অাবসর,
কিন্তুু পারি না,
তোমার ভাবনা ভাবিয়ে যায়
তোমার স্মৃতিরাই মনের কলম টা চালায়।