নারীর কারনে শুধু নারীর কারনে
অাগুন ধরে হায়  রক্তের বন্ধনে
নারীর কারনে শুধু নারীর কারনে
ভাই বোনের সম্পর্ক হয়ে যায় ছিন্ন
নারীর কারনে শুধু নারীর কারনে
ছেলের কাছ থেকে মা বাবা ও ভিন্ন
নারীর কারনে শুধু নারীর কারনে।


ভাইয়ে ভাইয়ে দন্দ নারীরা লাগায়
সুখের সংস্বারে নারী অাগুন জ্বালায়
বাবার মুখ দেখে না, কখনো ছেলে
বন্ধী অাজ সে নারীর অাঁচলে
কত ছেলে মা-এর মনে,অাঘাত অানে
নারীর কারনে শুধু,নারীর কারনে।


নয় ছয় করে নারী ধরে সে বায়না
স্বংসারের কাজ কাম করতে সে চায় না
বুড়া বুড়ি মা-বাবা অশান্তি চায় না
সারা দিন কাজ করে ও খাবার তারা পায় না
মাতা পিতা দোয়া করে তবু খুশি মনে
জমা করে চোখের পানি দু-জনে দুই চোখের কোণে
সোনার স্বংসার,পুড়ে হয় ছার খাড়
নারীর কারনে শুধু নারীর কারনে।