অামার মত একা একা
কখনো কি থেকেছ,
শূন্যতার বিশাল খোলা মাঠে
কখনো কি শুয়েছ
বেদনার নীল অাকাশ
তুমি দেখেছ কি কখনো
অামি দেখছি গুনছি ব্যাথার তারা
শুয়ে শুয়ে এখনো।


নির্জনে একাকী মনে
অামার কথা কি তুমি ভেবেছ
কখনো কি অামায় নিয়ে
সুখের রং দিয় অাল্পনা একেছ
স্মৃতির চাঁদর মুড়িয়ে গায়ে
কখনো কি থেকেছ,
জান কি দুঃস্বপ্নের ছেড়া চাঁদর
জরানো অামার গায়ে এখনো।


একটি পলক তাকিয়ে দেখ
অাবেগী বাদে বিভেগী মনে
দেখবে সেথায় কত নদী
বয়ে গেছে দুই চোখের কোণে
সেই নদীতে সাঁতার তুমি
কাঁটবে কি কখনো
ব্যাঁথার জ্বলে ঘূর্নি পাকে
অামি ডুবে মরি এখনো।