প্রবাস মানে,টাকার কাছে জীবন টাকে বেচা
প্রবাস মানে,একা একা গুমরে কেঁদে বাচা
প্রবাস মানে,নিজের করে দুঃখ রাখা সঞ্চিত
প্রবাস মানে,মায়ের অাদর থেকে
নিজেকে রাখা বঞ্চিত।


প্রবাস মানে,পরিজনের না দেখা প্রিয় মুখ
প্রবাস মানে ঘামের কাছে,বিক্রী করা সুখ
প্রবাস মানে বাবার কাছে,মিথ্যে কথা বলা
প্রবাস মানে ছেলের জন্য হিসেব করে চলা।


প্রবাস মানে,ডিউটি শেষে খাওয়ার জন্য রান্না
প্রবাস মানে,মায়ের জন্য নিরবে কান্না
প্রবাস মানে,ঈদের দিনেও স্বজন ছাড়া থাকা
প্রবাস মানে,মিথ্যে বলে সবাইকে ভাল রাখা।


প্রবাস মানে,মাস শেষে বাড়িতে দেওয়া টাকা
প্রবাস মানে,নিজের পকেট রাখাই শুধু ফাঁকা
প্রবাস মানে,সবার মুখে ফুটিয়ে তোলা হাসি
প্রবাস মানে,জ্বলে ভাসা নিজেই বার মাসি।