কাছে এসে কত জন হয়ে গেছে বিয়োজন
কেউ এসে রয় না পাশে
ভেঙ্গে চুরে অন্তর, প্রিয়জন হয় পড়
সঙ্গী হয় না কেউ ভালবেসে,,
এভাবেই একদিন,বাজিয়ে মরন বীণ
অামি ও চলে যাব পৃথীবি ছেড়ে
দু-হাত বাড়িয়ে তুমি যতই ডাক
অাসব না কখনো ফিরে।


লুকোচুরি স্বপ্নে খেলে যায় প্রিয়জন
খেলা শেষে ছুড়ে মারে নেই বলে প্রয়োজন
এভাবে অার কত খেলবে খেলা
ঘুম পাড়িয়ে অামায় ঘুমের ঘরে
চিরদিনের মত অামি ঘুমিয়ে যাব
অাসব না অার কখনো ফিরে,,
এভাবেই  একদিন,তুমি ও সঙ্গী বিহীন
পরবে ধরা শুন্যতার জালে
সেদিন বুঝবে,একাকী কাঁদবে
ভাসবে সে দিন চোখের জ্বলে।


দূর থেকে বহু দূরে প্রিয়জন চলে গেছে
নীল অাকাশের প্রজাপতি হয়ে সে উরে গেছে
এভাবে অার কত থাকবে দূরে
একলা কাঁদিয়ে অামায়
অামিতো একদিন হারিয়ে যাব
সে দিন অামাকে খুঁজবে কোথায়,,
তুমিও একদিন,বাজিয়ে প্রেমের বীন
ফিরে এসো বলে তুমি খুঁজবে অামায়
করবে অনুরোধ,নিতে সেদিন প্রতিশোধ
তবুও ক্ষমা যেন করি তোমায়।