নেই যে সুখ মনে
গেলাম সুখের বনে
গিয়ে দেখি সুখের বনে, নাইরে সুখ ভাই
সুখের দেশে মহামারি,সব পুড়ে ছাই
হাঁ হাঁ কার শুধু হাঁ হাঁ কার
অামি দেখেছি সেথায়
সুখ কন্যা কেঁদে কেঁদে
কপালে হাত চাপায়।


তার পড়ে গেলাম অামি
স্বপ্ন দেখার দেশে
ওখানে তে গিয়ে দেখি
স্বপ্নের রাণী অাছে বসে
কিন্তুু সে বলিল অামায়,তুমি চলে যাও
এই মহলে অামায় একাই থাকতে দাও
অামি তার সাথে করতে চেয়ে ছিলাম সন্ধি
কিন্তুু সে কহিল অামায়
অামি এই চার দেয়ালেই বন্দী।


অবশেষে গেলাম অামি দুঃখীনির কাছে
সে ও বলে সবার মত
অামারো কষ্ট ব্যাথা অাছে,
অামি তো শুনে  অবাক, সে কি বলে
যে মানুষ কে কাঁদায় সে ও ভাসে জ্বলে
করুন সুরে দুঃখ বলে,শোন বলি তোমায়
অামাকে দেখলে মানুষ পালিয়ে বেড়ায়
সবাই অামাকে ঘৃনা করে
কেউ করে না অাপন,
অথচ অামি অাছি বলেই
সুখ সবার প্রয়োজন,
অামি দুঃখ কে বলি ভাই
অামার হয়নি পাওয়া কিছু
তুমি এখানেই থাক
নিও না অামার পিচু।