তুমি যা শুনেছ কানে
সব নিয়েছ মেনে
ভাল, মন্দ করনি যাচাই,
অামি দোষ না করে ও দুষী
এত কষ্ট পেয়েও হাসি
মনের অাগুন মনে রেখে,নীরবে পোহাই
অামার নাই যে কোন দোষ
সে কথা কি করে তোমাকে বুঝাই।


তুমি পড়ের কথায় কান দিয়েছ
জিদের ছুড়িতে শান মেরেছ
সুখের পাখি করেছ জবাই
তুমি অাছ কি অানন্দে
অামার হৃদয় একলা কাঁন্দে
দুঃখ অামার বোঝে না হায়!মিনতি দোহাই
এখন অামি গুমরে কেঁদে নিজেরে দোষাই।


যা এসেছে মুখে
তাই বলেছে লোকে
তুমি সব কথা করেছ বিশ্বাস,
অামায় না করে জিজ্ঞেস
তুমি হয়েছ নিরুদ্দেশ
যাবার বেলায় করে গেছ অামায় অবিশ্বাস
কোন অপরাধে,এখন অামি কেঁদে
নীরবে চোখের জ্বলে বুক ভাসাই,
এত কষ্ট মনে জমা,বুঝানোর ভাষা নাই।