এখন অার খুঁজি না তোমায় পথের বাঁকে
ভাঙ্গে না নিদ্রা অার স্বপ্নে তোমার ডাকে
এখন অার খুঁজি না তোমায়
বিকেল কিংবা সন্ধে বেলায়
সে সময় অামি মগ্ন থাকি, বন্ধুদের অাড্ডায়।


এখন অার খুঁজি না তোমায়
নদীর ধারে বাড়ীর অাঙ্গিনায়
জিজ্ঞাসা করি না কাউকে
কেউ কি কোথাও দেখেছে তোমায়
ছুটি না অার তোমার পিছে
মিথ্যে প্রেমের অাশায়
অামি ভুলে গেছি সব
এখন অার খুঁজি না তোমায়।


এখন অার খুঁজি না তোমায়
বসে বসে স্মৃতির পাতায়
কেঁদে জল করি না জমা
এখন অার দুই চোখের কোণায়,
অামিরঅার বন্ধী নই
তোমার প্রেমের প্রবঞ্চনায়
এখন অার অামি খুঁজি না তোমায়।