সাথী,
        তোমাকে ছাড়া অামি বড় অসহায়
        চোখের কোণে জল জমা হয়ে রয়
        স্মৃতিরা অামাকে অাজো কাঁদায়
        পারি না বলতে কাউকে দেখাতে
         বিরহে মন কেন পুড়ে যায়
সাথী,
          তোমাকে ছাড়া অামি বড় অসহায়।



অবশেষে একদিন বলেছ অামাকে
পুরুনো কথা অার মনে রেখনা
ভুলে যাও অামাকে মছে দাও স্মৃতি
কোন কিছু নিয়ে অার বসে ভেব না
অাজো অামি কাঁদছি
তোমার কথা ভাবছি
জলছি পুড়ে বিরহ ব্যাথায়
সাথী,
          তেমাকে ছাড়া অামি বড় অসহায়।


হয়তো একদিন কেঁদে কেঁদে
হয়ে যাবে জীবনের অবসান
তার পড়ে অামি অার ভাব্বনা কিছু
যে দিন হবে অামার তিরোধ্যান
অামি তোমাকে ডাকছি
তোমাকেই বলছি
ফিরে এসো অাগের ঠিকানায়
সাথী,
        তোমাকে ছাড়া অামি বড় অসহায়।