কেমন আছিস খোঁকা,দূর প্রবাসে
আসবি ঘরে,কবে তুই ফিরে,
শত ব্যাস্ততায় দিন কাঁটে তর
আমার দিন বল কাঁটে কি করে,,
সারাদিন খোঁকা সারাদিন
তর কথা ভাবি বসে,
সময় হলে তুই খবর নিস
খেয়ে দেয়ে কাজের শেষে।


ঘুম আসেনা খোঁকা,রাতের আঁধারে
শুয়ে থাকি ফোন নিয়ে হাতে,
কখনো ঘুম তার নিয়ে যায় বাড়ী
তবু ও আমি থাকি কান পেতে,
কত ভাবনা উকি দেয় মনে
ক্রিংক্রিং  শব্দে ঘুম টুটে যায়,
তর সাথে বলে দুচারটি কথা
দুখীনি মায়ের প্রাণ জুরায়,,
ভাল থাকিস খোঁকা,ভাল থাকিস
সময় হলে তর,মায়ের খবর নিস।


এখন সেই,দরদী মা নেই
রাত্রী জেগে কেউ থাকেনা,
আমি ও এখন ব্যাস্ত অনেক
খবর নেবার সময় হয় না,
মায়ের মত পৃথিবীতে আর কে হয়
সবাই সুখের সাথী,মায়ের মত নয়
ভাল আছি মা,ভাল আছি
আগের মতই আছি প্রবাসে,
জানি না তুমি কেমন আছ
কতটা ভাল না ফেরার দেশে।