তর পৃথিবীতে অামি হব,চঁন্দ্র,সূর্য,তারা
চোখে,চোখে রাখব তকে দিয়ে পাহারা
ক্ষরোতাপে বৃষ্টি দেব,মন খারাপ হলে দেব জোৎস্না
তারার বেশে,গিয়ে তর পাশে,দেব শান্তনা
ছায়া হয়ে তর অগোচরে থাকি পাশাপাশি
দেখিস না বলে মুখটি অামার ছদ্ধবেশে তর কাছে অাসি।



তর অাকাশে অমাবস্যা এলে
অামি অাসবো পূর্নিমা হয়ে
গ্রীষ্মে অামি হবো হেমন্ত
ঝির ঝিরে হাওয়া হয়ে যাব বয়ে,
অামি প্রকৃতির মাঝে,থাকি তর কাছে
দেখতে তর মুখের ঐ মিষ্টি হাসি
তুই দেখিসনা বলে মুখটি অামার
ছদ্ধবেশে তর কাছেই অাসি।


তর জন্য অামি হব,শান্ত নদী দক্ষিনা বাতাস
কোন খেয়ালে থাকিস তুই রাখব তালাশ
যদি দেখি তকে,বিষন্ন অানমনে
গান গেয়ে যাব কলোকলো তানে
ফোঠাব তর মুখে হাঁসি
দেখিস না বলে তুই অামাকে
ছদ্ধবেশে তর থাকি পাশাপাশি।