প্রিয়া মোর, কী কর মোর তরে ।
আমি করি প্রতীক্ষা তোমার ।
এত ভালবাসিও না আর ।


সাথী মোর, কী কহো মোর কানে ।
প্রিয়া মোর, কী কহো মোর কানে ।
এত প্রতীক্ষা করিও না আর ।
ভালবাসিয়াছি তোমারে বার বার ।


এত ভালবাসা আর
সহিতে পারিব না ।
সত্য বলিতেছি, প্রাণে
বহিতে পারিব না ।


তোমারে সাথে লয়ে
চলিব, এ মোর পণ,
যাহা হইবার আছে,
ভাগ্যে করি অর্পণ ।


এরপর জীবন-মরণ
প্রিয়া, তব হাতে সঁপিলাম ।
যাহা বলিয়াছি বার বার,
সখা, তব সাথে রহিলাম ।


তবে সখী মোর,
চলিলাম আমি,
কোথা যাও, শোনো,
এসো হৃদয়ে আমার ।
লা লা লা লা লা লা -
সাথী মোর, কী কর মোর তরে ।
প্রিয়া মোর, কী কর মোর তরে ।


হৃদয় উচ্ছ্বাসের
হাসিগুলি নিরখিও,
জেগে থাকা প্রকৃতির
স্বপ্নগুলি পরশিও ।


এরূপ আনন্দে মোরা
এক প্রাণ, এক মন,
তুমি, না আমি আছি,
বলা কঠিন এখন ।


বসন্তের নিঃশ্বাস তুমি,
তনু গোলাপের ডালি মোর ।
দুই রঙ মিলিবার পরে
নেই বিচ্ছেদের খবর ।


তবে সখী মোর,
চলিলাম আমি,
কোথা যাও, শোনো,
এসো হৃদয়ে আমার ।
লা লা লা লা লা লা -
সাথী মোর, কী কর মোর তরে ।
প্রিয়া মোর, কী কর মোর তরে ।
আমি করি প্রতীক্ষা তোমার ।
এত ভালবাসিও না আর ।