কখনো যদি অামাকে ভেবে
বিরহের দাবানলে নিজেকে পোড়াও
একাকী বসে বসে,নিরবে কেঁদে,কেঁদে
অণুুসূচনার জলে,নিজেকে ভাসাও
তবে তুমি নিও ভেবে
ক্ষমা করে দিয়েছি কবে
এখন তুমি নিজেকে শুধাও।


পুরুনো স্মৃতি গুলো নিয়ে তুমি রোজ
গুমরে কাঁদ যদি অামাকে ভেবে
অামি কি পারবো করতে ক্ষমা
কখনো নিজেকে তবে
যা হবার হয়েছে ভুলে গিয়ে সব
সুখের ফাগুনে নিজেকে পোড়াও
অামাকে নিয়ে ভেবে
লাভ কি তোমার হবে
বেশতো ছিলে ভাল অামাকে ছাড়াও।


স্বপ্ন হয়ে যদি কভু অামি
ঘুম ভাঙ্গি কখনো তোমার
দুঃস্বপ্ন ভেবে দূরে ঠেলে দিয়ে
সুখেরি ঘুম ঘুমিও অাবার
যা হবার হয়েছে অাগে
এসব ভেবে রাত জেগে
দু-নয়নের জলে যদি,নিজেকে ভাসাও
ভেবে নিও অামি ও,সিত্ত জলে ভাসি
গোপনে গোপনে তোমাকে ছাড়াও।