আগে আমি ভাল ছিলাম,স্বপ্ন দেখতাম রোজ
যখন আমি একলা ছিলাম,কেউ নিতনা খোঁজ
এখন তুমি ভালবেসে, আমাকে কাঁদাও
তোমার ইচ্ছে মত যখন তখন আধাঁরে হারাও
মনের ব্যথা বুজতে যদি কষ্ট দিতে না
আমায় ছেড়ে অন্য কারোর সঙ্গী হইতে না।


তোমার কাছে মনের কথা সব দিয়েছি বলে
সুযোগ পেলে ভাসাও আমায়,দুই নয়নের জলে
কেমন করে আমায় ছেরে,একলা ভাল থাক
কোন দোষে আমায় তুমি,দুরে দুরে রাখ
তুমি মনের ব্যথা বুজতে যদি কষ্ট দিতে না
আমায় ছেড়ে অন্য কারোর সঙ্গী হইতে না।


তোমার জন্য নিঝুম রাতে,দুই চোখে হয় নদী
বিশ্বাস হইতো তোমার,দেখতে আইসা যদি
এখন তুমি নতুন করে,কারে ভালবাস
আমার দুঃখ দেখে তুমি এখন,প্রাণ ভরে হাস
তুমি মনের ব্যথা বুজতে যদি কষ্ট দিতে না
আমায় ছেড়ে অন্য কারোর সঙ্গী হইতে না।


তোমার দেওয়া কষ্ট সবি,মনের মাঝে জমা
পারবনা চাইলে তুমি,করতে তোমায় ক্ষমা
প্রশ্ন করে দেখ তুমি,বিবেগেরি কাছে
আমার ভালবাসায় ছিল কি ভুল,এক রতি মিছে
তুমি মনের ব্যথা বুজতে যদি কষ্ট দিতে না
আমায় ছেড়ে অন্য কারোর সঙ্গী হইতে না।