রাতের আঁধার কাটিয়ে ভোরের আলো ফুটে ওঠেনি
কিন্তু ভীখারি গলির নাম না জানা ফকিরটা
দিয়ে চলেছে আজান।


নীলচে আকাশের যবনিকার সামনে
কিছু ঝোপঝার আর খেজুর গাছটা যেন
প্রাগঐতিহাসিক জানোয়ার।


দুরে আকাশটা ফিকে হয়ে আসে ক্রমশ,
পাহাড় চুড়া দিয়ে দু এক ফোটা লাল সোনালী
গড়িয়ে পরে।


এক শিল্পী চেস্টা করে
তার সমস্ত শক্তি দিয়ে
ভোরের আলোকে ফুটিয়ে তুলতে কলমের আচরে।


বিবর্ণ জ্যাকেট গায়ে দিয়ে
খ্যাপা পরশ পাথর খুঁজে ফেরে।
এটাও জানে না যে
প্রত্যেক ঘাসের উপর ছড়িয়ে আছে
হাজার হাজার কহিনূর।