মাথার উপর আকাশ
তার চেয়ে বেশি প্রয়োজন ঘরলগ্ন মাটি
দেহ জুড়ানো দু'দন্ড শান্তি
নামিয়ে ব্যক্তিগত বোঝার দায় পায়ের নিচে ।


মাথার উপর ঈশ্বর
তার চেয়ে বেশি প্রয়োজন শ্রমলগ্ন হাত
পেট জুড়ানো দু' মুঠো ভাত
সারিয়ে রক্তজলের উৎস সময়ের উদ্ভিদে ।


মাথার উপর ঐশ্বর্য
তার চেয়ে বেশি প্রয়োজন দেহলগ্ন বৃষ্টি
ঢেঁকি জুড়ানো দু'ধামা ধান
মাখিয়ে আপন্ন অধিকার সংঘাতের ঘামে ।


বিকাশ দাস
মুম্বাই