তার স্রোতেই ভেসেছিলাম
পাল তোলা নায়ে,
উজান থেকে ভাটির পথে
সুখ পাখি হয়ে।
বৈঠা ছিলো না তাতে
মৌরি ফুলের সাজে,
দুলছিলো হাওয়ার দোলে
সুবাস বিলিয়ে লাজে।
মেতেছিলো দু'কূলের পাখি
গুনগুন সুর তুলে,
নেচেছিলো ময়ূরেরা সব
অভিমান সব ভুলে।
মিষ্টি রোদ হেসেছিলো খুব
রামধনু বেশ হয়ে,
বাসরিয়া ব্যাকুল করেছিলো
বাতাস বয়ে বয়ে।
সম্মুখে ফুল উৎসবে মেতে
নাই'কো পেছনের ডাক,
অন্ধকারের ঘনাঘটা কেটে
নিমন্ত্রণে অপ্সরীদের হাক।