দৃষ্টির অতিদূরে লুকনো তুমি
ঝাপশা দেয়ালের আড়ালে ;
তুমি  নাই  হওয়া   চাঁদ
বিকেলে ডুবন্ত সুর্যাস্ত।


মিলে যাওয়া হিমালয়
অজানায় লুকনো প্রতিধ্বনি,
এলোমেলো দমকা হাওয়া
বহমান উত্তাল সাগরের ঢেউ,,,,
তুমি উজানের কেউ।


তুমি তো সব  স্বপ্ন আমার
কূয়াশায় আবছা ছায়া মূর্তি,
উত্তরের হাসি মাখা মুখ
নকশার রূপ ঐ নীলিমা।


সকালের আলতো ছোঁয়া শিশির
পুলকে ভরে ওঠা মিষ্টি রোদ,  
সারা বেলার উড়ন্ত পাখি
আমি ক্ষান্ত,মেলে দেখো আখিঁ।


রাতের আধাঁরে তুমি জোনাকি
ভুলো পথের সওয়ারী,
কষ্টে ঝরে পড়া বৃষ্টি
তুমি নিদারুণ এক সৃষ্টি.....।