জীব হত্যা মহাপাপ
বলে সকল বুদ্ধ
তারা এখন সেটাই করে
হিংসে ভাবে ক্ষুদ্ধ।


শান্তি নাকি তাদের গড়া
ছড়ায় সব ভ্রান্তি
মারছে মানুষ সকাল সাঁঝে
দিয়ে দা, খুন্তি।


শান্তিতে সে নোবেল পেলো
ডায়নি আং সাং সুচি
মানবতায় এগিয়ে আছে
সম্মানি ঐ মুচি।


কে?দিলো নোবেল সনদ
আজ্ঞা দিলো তারে!
বিশ্ববাসী থমকে আছে
তাদের কাছে হেরে।


এ কেমন বর্বর  হায়
ধর্মে কী যায় আসে
ভিটে মাটি সব হারিয়ে
মাঝ নদীতে ভাসে।


আবার বুঝি আসলো ফিরে
হিটলারের ঐ রুপ
মায়ানমারের গভীর করা
মৃত্যু ভয়ের কূপ।


ওরে দানব থামরে তোরা
মারিসনা আর ওদের
পচঁবি তোরাও মাটির নিচে
ভয় করেনা তোদের।