ভাঙ্গলে যখোন সুখের ঘর
মনের অজান্তেই হলে পর
সাজানো নিদারুন সে অভিনয়ে
কঠিন পাথরের মতো হয়ে ।


লিখুনির ভাষা সব থেমে
ভালোবাসার পাহাড় এসেছে নেমে
তোমাতেই আছি সব ভুলে
হয়তো তুমি আর নাই মূলে ।


যা ছিলো সব বিলিয়ে শেষ
রেখে গেলে শুধু ছলনার রেশ
কোথা পাই স্বপ্নের দেশ
সব হারিয়ে আমি নি:শেষ ।


দেয়া আছে সব দুয়ার খুলে
ফিরতে আবার যেওনা ভুলে
থাকবো না খুব একলা ঘোরে
ফিরতে জানি সহজ, ঐ মোড়ে ।