ঝাপটা কেশের বাহার আছে
তুমি তো রুপ কন্যা,
তাই বলে কী ছড়িয়ে দেবে
অহংকারের বন্যা |


মায়াবতী মেঘের ছতর
কোমল তোমার মন,
তোমার থেকে সুখ কড়িয়ে
চলছে জনে জন |


তুমি তো বেশ মিষ্টি হাসো
তুমি আবার ভালোবাসো,
ভুল পথেতে পা বাড়ালে
তুমি তো বেজায় শাসো |



তুমি নারী ঘরের লক্ষী
আস্থা ভরো মনে ,
তুমি আবার নতুন সাজে
সাজো ঘরের কনে |


তোমায় ডাকি মা বলে
সকাল সাঁঝের বেলা,
তোমার আঁচল তলে খেলি
দুষ্টু মিষ্টি খেলা |


তবুও বলি তোমার আছে
সবার কাছে কদর,
সুযোগ পেলেই তবে কেনো
সাজো তুমি বাদর |


তবুও বলি নজর রেখো
তোমার বাড়াবাড়ির,
নারী তুমি পার পাবেনা
পড়বে আঘাত ছড়ির |