এ পথ তুমি ছেড়োনা যেনো
আগলে রেখো বুকে,
কে তোমারে পায় বলো?
কালি ছোড়ে মুখে |
এ পথ তুমি ভুলোনা যেনো
পাবে না তো দিশা,
তোমারে তুমি পাথর ভেবো
গলে তবু শিশা |
এ পথ তুমি বিলিয়ে দিও
কমবে না তো কিছু,
বিরহে তো আছে জ্বালা
হবে না তো নিচু |
এ পথ তুমি  পিচ্ছিল করো না
ফসকে যেতে পারো,
গায়ে তোমার লাগেনি কাঁদা
হাসবে তুমি আরো |
এ পথ তুমি ছেড়ো না যেনো
সবে প্রকাশের পালা,
ফুলের বদলে গলায় তোমার
ঝুলবে গ্লানির মালা |
এ পথ তুমি ছাড়বে কেনো
ইচ্ছেরা সব ঘুড়ি,
বাকী আছে সদ্য ক'জনের
দিন রাতে মন চুরি |
এ পথ তুমি ছেড়ো না যেনো
বেশ মানিয়েছে তোমায় ,
নিজের দোষে সে পথে টনতে
বাদ রাখোনি আমায় |