বর্ষার বারি ধারে মূল
খুজি খুজি কোথায় কূল
মেঘ বালিকারে ভাবি ভুল
  বাতাসে ভাসে নিলীমার চুল |
প্রকৃতির এলোমেলো হাল
   লক্ষের নিদারুন চাল
রংধনুর বেশিটাই লাল
   পেতে যাবে কত কাল |
ছেড়েছি নোঙ্গর তোলা নাও
   ওপার থেকে তুমি কি চাও?
ভেবে নিও,তুমি দাও
   বিশালতা থেকে যা পাও |
সুর তোলো মনে রন-রন
   বিলিয়ে দিও জন জন
চুপচাপ একলা আমি সুজন
    তুমি গাঁথ মালা,আমি দেব মন.... .|