একজন তুই ছিলি বলে
বিচরণ করা কোন ছলে
নিখুঁত কল্পনায় তোকে ভাবা
দেখা দেয় শত আভা |
তখন ঘোরে পথ চলা
তোর স্রতেই কথা বলা
রাখোনি কোন ছলা কলা
এভাবেই বিকেল ঢলা|
এখন সন্ধে বেলা
সুখ পরশে মাথা হেলা
প্রীতির চাদরে মোড়া
তুমি আমির মনোহর জোড়া |
এখনো তুই ভাষা
না থেকেও তুই আশা
বলিনি তো তুই সর্বনাশা
তুই বিহনে বাঁধিনি বাসা |