নদীকে খুঁজতে গিয়ে
হারিয়ে গেলো কুল,
নিজেকে খুজতে গিয়ে
পালিয়ে গেলো মূল ।
আকাশকে ধরতে গিয়ে
নাই বা পেলাম পাতাল,
বাচাঁ মরার সন্ধি ক্ষনে
পাবো কী তার তল ?
তোমায় বোঝার চেষ্টা
সব সাধনাই বিফল ,
তুমিও আমায় ছাড়লে !
এই বুঝি তার শেষ ফল ।
আমি তোমারে চেয়েছি
সব অনুভূতির আচেঁ ,
থাকনি তবু তুচ্ছ কারণে
পৃথিবীর আনাচে কানাচে ।
দিলেনা তুমি আমায়
তোমায় ছোঁবার আলো,
তোমার দেয়া ভুল অপবাদে
আমার জীবন কালো ।