একুশ মানে রক্তে ভেজা
লাখো শহীদের প্রান,
একুশ মানে সুপ্রভাতে
বর্ণমালার ঘ্রাণ ।
একুশ মানে সবার সুখে
মিষ্টি পাখির তান,
একুশ মানে তোমার আমার
স্বপ্ন গুলো অম্লান ।
একুশ মানে ভাইয়ের বুকে
কষ্ট ঝুড়ির বন্যা,
একুশ মানে মায়ের চোখে
অশ্রু ভরা কান্না ।
একুশ মানে অ আ ক
শিশুর মুখের বুলি,
একুশ মানে শিল্পির হাতে
রঙ্গবে রঙ্গের তুলি ।
একুশ মানে রাজপথ ভরা
ছাত্র ভাইয়ের মিছিল,
একুশ মানে জাতির মুখে
জঘন্য সে আঁচিল ।
একুশ মানে হঠাৎ বুলেট
রফিক ভাইয়ের বুকে,
একুশ মানে কষ্ট ভোলা
তাদের ত্যাগের সুখে ।
একুশ মানে আমার জীবন
আপন ভাষার পথ,
একুশ মানে ভাসিয়ে দেয়া
মায়ের ভাষার রথ।
একুশ মানে সবার ডাকে
ভাষায় আলোর মুখ,
একুশ মানে হটিয়ে দেয়া
যারা ছিলো ঐ ভুক।
একুশ মানে নতুন পাওয়া
বাংলা ভাষার ঝাক,
একুশ মানে জয় উল্লাসে
নতুন দিনের ডাক ।