এই শহরটার অনেক পরিবর্তন হয়েছে
ইট,পাথর আর কার্বনের শহর,
খারাপ লাগে না কোন কিছুতে
প্রায় এক যুগের কাছাকাছি সময়।


আমার অবস্থানটা কোথায় আমি বুঝি না
প্রত্যেকটা হ্নদ কম্পনে আটকে গেছে,
শৈশবের সমস্ত স্মৃতি জড়ানো
অবহেলা, ভালোবাসা সব এখানে।


আবাসিক জীবন সব কিছুর সাক্ষী
গ্রাম,পরিবার বেশি একটা টানে না,
যেখানে নাড়ি পোতা আছে,সেই জন্মভূমি;
অতটা পরও হয়নি নিজের সংসার।


এলোমেলো ভাবনার এ শহর আমার
যখোন পাশে থাকে নাছোড়বান্দা বন্ধুরা,
চোখের সামনে ব্যাস্ত সড়কের যানবাহন
অবিরাম চলে অব্যক্ত কথকের খুনসুটি।


কখনো হেলায় ফেলায় দিন কাটে
আবার সীমাহীন কাজের পরিক্রমায়,
অপেক্ষা দূরভাষ যন্ত্রের দিকে চেয়ে
চেনা সুর বেজে ওঠে মনের কোঠরে।


কেউ এই শহর ছেড়ে অন্যত্র  পাড়ি জমায়
কেউ ছুটে আসে এই শহরের টানে,
ক'জনে মনে রেখেছে আমার কথা?
আমার দিন শুরু হয় তাদের স্মৃতিচারণে।


চেনা মানুষ গুলো অচেনা হয়ে যায়
অপরিচিত জন সম্পর্ক পাতে বন্ধুত্বের,
সম্পর্কের উত্থান,পতন দেখেছি এখানে
সময়ের ব্যাবধানে জোড়া লাগে আবার ভাঙ্গে।


কোথায় যেনো আটকে গেছি আমি
আমার সুখ,স্বপ্ন,আশা,ভালোবাসা;
মনের মানুষটিও শহর পরিবর্তন করেছে
ভুলে গেছে এই শহরের সব ঘ্রান।


গুটি গুটি পায়ে হাঁটা পথ দু:খ করে
হাইওয়ের পাশে লেবু পাতার চা,
অনেক দিন যাওয়া হয় না, অরন্যে
শহর ছেড়ে ক্রোশ দূরে ঐ নদীর পাড়ে।


কষ্ট হয় না স্বজন ছাড়া শহর বলে
অবাক লাগে! নতুন স্বজনের অবহেলায়
অবস্থানে বুঝি প্রীতি নির্ভর করে?
আমি বুঝি না, এ শহরে কী পেলাম?


নাকি স্বপ্ন গুলো আধো অন্ধকারে আটকে
দোষ কি এই শহরের,না কি কপালের?
বলতে পারি এ শহর অনেক কিছু শিখিয়েছে
কতো রঙ্গিন বেশে শহরের  মানুষ গুলো।


ভাবনারা এই শহরে জমা হয় দারুণ ভাবে
হয়তো বা শহর থাকবে, আমি থাকবো না,
অতিথি হয়ে ফিরবো নব উদ্যমে
বেচেঁ থাক আমার শহর, বুকে তার টান।