'আমি' ভ্রমে মজে জীবন পার করি আমি,
সত্যের তুলনায় ভ্রম কী এতোই দামি?
ভ্রমের ভালোবাসা যে বড় মিষ্টি লাগে
আর সত্য যে অবহেলায় পড়ে থাকে,
ভ্রমকে করেছি আপন, সত্যকে পর
দিবাকালে ঘুমিয়ে আমি যে আজ নিশাচর,
সত্যের যে ফল্গুধারা বয়,
জ্ঞানচক্ষুহীনে তা আমার অধরা রয়,
অঙ্ক জানিনা বলে হিসেব শেখা হলো না
তাই সত্যও আর আমার কাছে এলো না।
বেলাশেষে বাঁশি বাজিয়ে দিন শেষ হল যে আমার
আগামীকালের জ্ঞানসূর্য আকাশে উঠবে কী আর?