বিশ্বাস ও অবিশ্বাস - ছিল দুই জন
মনবাড়ির উৎসবে দুজনেরই থাকতো নিমন্ত্রণ
বিশ্বাস খুশি হলে অবিশ্বাসের মুখ ভারী
অবিশ্বাসের খুশিতে বিশ্বাসের সাথে আড়ি।
আতিথেয়তার ত্রুটিতে মনমালিক হল চিন্তিত
অতিথির অপমানে উৎসব যে বিঘ্নিত
জ্ঞানমাতার আগমনে মনমালিকের ঘর  পূর্ণ
সাথে বিশ্বাস অবিশ্বাসের দন্দ্ব চূর্ণ
দুই অতিথির সহাবস্থানে মনঘরে খুশির রেশ
বিষয় বৈরাগ্যতেই আজ মুক্তির আমেজ...