সস্তা না দামি? নাকি ভালোবাসার অভাব
জানতে তাই মনে জেগেছে বড়ো সাধ
সস্তার আপেলে খদ্দেরের ভালোবাসার অভাব
আবার আপেলের প্রভাবেই নতুন তত্ত্বের উদ্ভব।
তুমি বলেছো - " ভালোবাসাই সব কিছু নয় "
সত্যিই কি  তাই!! নাকি ভালোবাসার অভাবকে শব্দের প্রলেপ দিয়ে ঢাকতে চাও?
ভালোবেসে সমস্যাকে আপন করে না নিলে,
সমাধান কি খুঁজে পাবে তুমি!!
প্রশ্ন করো, " কি ক্ষমতা আছে আমার? "
যদি উত্তর হিসেবে কেউ না থাকে, জানবে
ভালোবাসা আছে,
ভালোবেসে দেখো, অসীম ক্ষমতার অধিকারী সে,
তুমি বলো, ভালোবাসা দেখাতে করতে হয় অনেক ত্যাগ স্বীকার,
আমি বলি, সব অজুহাত, কোনো কিছুই ছিল না তোমার
গোলকের গোলোকধাঁধায় আমাদের বাস
ভালোবেসে করো সেই ধাঁধা অতিক্রমের প্রয়াস
ভালোবেসে যাও, ভালোবেসে যাও, ভালোবেসে যাও
ভালোবেসে ভালোবাসাকে ভালোবাসার এমন সুযোগ আর পাবে না কোথাও।