কতজন ই তো আনন্দ করে
প্রয়োজন না হলেও
তারা কী জানে না
দুঃখেরও একটু গুরুত্ব পাওয়া উচিত?


দুঃখকে ঢেকে রাখে
মিছে হাসি হেসে
প্রতিনিয়ত ছলের অভ্যাস
কিছু না হারানোর আশায়...


অন্ধকারে আলোর দিশা না পেয়ে
তাকেই আপন করে নিতে হয়
আবার সেই আলোর আশা নিয়ে
হয়ে চলে জীবনশীলার ক্ষয়,


দুঃখ-আনন্দ ভাগের মালিককে চিনে
ইন্দ্রিয়ের সুখ দুঃখ নাও মেনে
তাতেই যে মনের সুখ
চিরশান্তি খুঁজে পাবে.....