বিষন্নতা গিলেছে গোটা শরীর
অসময়ের জোয়ার দিচ্ছে
সকলের চোখ ফাঁকি ।
দুশ্চিন্তার বাণ সব,
উঠছে দিয়ে মাথাচাড়া,
মৃত্যু আসতে বোধ হয় আর
কিছুক্ষণ বাকী ।
আবার রোজের নিয়ম ঠেলবে
মৃত অথচ জীবন্ত শরীর,
মৃতের ভিড়েই যত্নে সাজাবে
স্বপ্নের রঙিন আবীর ।
বেনামী এমন মৃত্যু হয়
ছাপে না যার খবর,
মরছি আমিও রোজ এমনই
খুঁড়ে রোজকার কবর ।।