_যন্ত্রণা _
*************
বর্ণালী দাস করণ


অনেক বড় অট্টালিকায় ,
রয়েছি আমি এক।
সে অট্টালিকায় রয়েছে অনেক,
যন্ত্রনা আর ব্যথা ।


চেয়েছিলাম ভালবাসতে আমি,
দিয়েছো শুধু যন্ত্রনা ।
এই মনে ধরে না আর
চোখের জলের ঝরনা ।


কাছে থেকেও দেখতে পাওনা,
যন্ত্রণা আমার কোথায় ?
দূর থেকে তুমি বলো আমায়,
ভালো আছর মানবিকতায় ।


কারোর কাছে পারলাম না ,
ধরে রাখতে আমায়।
যন্ত্রণায় শুধু ভরিয়ে দিল,
প্রিয় মানুষেরা আমায় ।


তাই এই পৃথিবী ছেড়ে
চলে যেতে চাই।
কবে যাব চারজনের কাঁধে,
ভগবানের কাছে........
এইটুকুই আমার প্রার্থনা ।


শ্মশানে আমার জ্বলবে চিতা,
পড়বে আমার দেহ ,
অস্থি হবে ছাই ।
সেদিন বুঝবে হয়তো !
কোথায় দিয়ে ছিলে ব্যথা।


সেদিন পড়বে মনে ,
এই মেয়েটির কথা ।
সেই দিন বুঝবে যন্ত্রণা কাকে বলে।
সেই দিন বুঝবে ভালোবাসা কাকে বলে।