আজকে একটা গল্প বলবো
সাহস যখন ভালবেসে দুঃসাহসকে
ধরলো বুকে.......


মনে পরে,
বাবা বলেছিলেন
কিছুতেই খালের পাড়ে খেলতে যাবি নে
হলো কি তাই,
সাহস ফণা তুললো
কখন যে দুপুর গড়িয়ে সন্ধ্যা নেমেছে
মনে পরে না......
শুধু মনে আছে কণ্চির মাথা
আর সেই ধারালো ঘা।


ঘা শুকাতেই আবারও একই প্রলাপ
ও পাড়ার আশে পাশে যদি দেখি তোকে,
একই গাড়ীর চাকার কোলে
উপস্থিত হলাম ঝলমল পরিবেশে।
চারপাশে গোলাপ আতরের ঘ্রাণ
ধবধবে পান্জ্ঞাবীতে বাবুদের চিকচিকে চেহারা,
কখন যে বাবার পেয়াদা
দাঁড়িয়ে আমারই পেছনে।
মনে পরে না.......
পরের কতগুলো সন্ধ্যা
বিছানা ছিলো আমার ঠিকানা।


বরাবরই পুজোর দিয়ায় আমি ঘি ঢেলেছি
ঠাকুর ঘরে প্রবেশে রমা ছিলো নিঃস্বার্থ সাথী।
মা’র অনুরোধ উপেক্ষা
বাবার আদেশ অবজ্ঞা,
জানিনা কখন এই সাহস
আলিঙ্গনে বাঁধলো দুঃসাহস,
ক্ষমা আর ভালবাসার আশ্রয়ে
আমি আজ শুধু তোমায় চেয়েছি।