আমি দেখেছি মধ্য দুপুরের এক তেজোদীপ্ত সূর্য্য
কিভাবে নেতিয়ে যায় শেষ বিকেলে
গোধুলীর কাছে কত অসহায়,
কি রিক্ততায় কাদে নীরবে
হায় দিবাকর ! তোমার যত তেজ,
অগ্নিঝরা আগুনের ফুলকি
কোথায় হারিয়ে যায় দিনের শেষ প্রান্তে,
নিঃশেষ হয় তোমার সব আগুনের ঝিল্লী ।


আমি দেখেছি তারুন্যের রোমান্সে ভরা এক মায়াবী চাদঁ
দু'হাত ভরে ঝরায় জোৎস্নার বৃষ্টিধারা অবিরাম।
কত কবিদের জুগিয়েছে উপমা,
কত সেতার হেলান দিয়ে ঘুমিয়েছে হেতা
দলছুট প্রেমিকেরা দেখেছে কত নীরব স্বপ্ন,
তোমার জোৎস্নাধারায় ভেসে,
কতকাল তুমি রক্ষা করেছে তাদের,
অভিমানীদের থেকে, শুধু এক টুকরো হেসে
হায় ! শত উপমার উৎস মহাকাব্যিক চাদঁ,
কত অসহায় প্রভাতফেরীর কাছে ।